ভারতের রাজধানী দিল্লিতে শনিবার সাম্প্রদায়িক সহিংসতায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা উষা রঙ্গনানির বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া নিউজ এজেন্সি জানায়, শনিবার রাতে ঘটনার পর অন্যদের মধ্যে দাঙ্গা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে।
রঙ্গনানি বলেন, এ ঘটনায় আট পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৯ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: দিল্লির বস্তিতে আগুন লেগে ৭ জনের মৃত্যু
কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপনের একটি ধর্মীয় শোভাযাত্রার সময় হিন্দু ও মুসলিম দলের সদস্যরা একে অপরের দিকে পাথর নিক্ষেপ করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে কী কারণে এই সহিংসতা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
২০২০ সালে নয়াদিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তেজনায় বড় আকারের সাম্প্রদায়িক সহিংসতায় ৫৩ জন মারা যাওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।
আরও পড়ুন: দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ১২ করোনা রোগীর মৃত্যু
দিল্লির পুলিশ কমিশনার শনিবার রাতে এক টুইটবার্তায় বলেছেন, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পর আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শহরে শান্তি (বজায় রাখার) আবেদন করেছেন এবং এ ঘটনার নিন্দা করেছেন।