নেপালের কাঠমান্ডুতে শনিবার সকালে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ইএসই) জানায়, শনিবার সকাল ১১টা ১২ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।
এর আগে ফেব্রুয়ারিতে নেপাল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল।
নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) এক টুইট বার্তায় জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে বাজুরা জেলার বিছিয়ার আশেপাশে ভূমিকম্পটি ঘটে।
আরও পড়ুন: তুরস্কে ফের ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ১