সোমবার সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চীন হাসপাতালের ভ্যাকসিন উৎপাদকরা জানান, জাতীয় মেডিকেল পণ্য প্রশাসন থেকে রিকম্বিন্যান্ট প্রোটিন ভ্যাকসিনের ক্লিনিকাল গবেষণার অনুমতি দেয়া হয়েছে।
গবেষকদের মতে, এটি মানুষের জন্য পোকার কোষ থেকে তৈরি করা চীনের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন হবে।
এই ভ্যাকসিনটি যে ভাইরাস থেকে কোভিড-১৯ হয় অর্থাৎ সার্স-কোভ-২ এর স্পাইক প্রোটিনের নির্দিষ্ট ক্ষেত্রগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডিগুলোকে কার্যকর করার জন্য তৈরি করা হয়েছে।
গত ২৯ জুলাই নেচার জার্নালে অন্য প্রাণীর শরীরে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে দেখা যায় যে এই ভ্যাকসিন সাত বা ১৪ দিনের মধ্যেই ইঁদুর, খরগোশ বা এ ধরনের প্রাণীর শরীরে সার্স-কোভ-২ এর সংক্রমণ প্রতিরোধ করতে পারে ‘উল্লেখযোগ্য’ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।
ওয়েই ইউকুয়ান নামে চীনের এক সিনিয়র গবেষক জানান, সার্স-কোভ-২ ভাইরাসের জিনকে পোকার কোষের কালচারে প্রবেশ করিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যা ভাইরাল প্রোটিন বৃদ্ধি করতে পারে।
এ ধরনের পদক্ষেপ বড় পরিসরে ভ্যাকসিন উৎপাদনের জন্য উপযুক্ত।