ম্যানিলা, ৩১ ডিসেম্বর (সিনহুয়া/ইউএনবি)- ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার সোমবার এ তথ্য জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, উত্তর ও মধ্য ফিলিপাইনের বিকোল অঞ্চল ও পূর্ব ভিসায়াসে ভূমিধস ও পানিতে ডুবে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিকোল অঞ্চলে ৫০ জন এবং পূর্ব ভিসায়াসে ১১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
উভয় এলাকায় এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলেও কাউন্সিলের প্রতিবেদনে জানানো হয়েছে।
আক্রান্ত এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থার উদ্ধারকারীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, ফিলিপাইনের দেড়শ এলাকার ৭৯ হাজারের অধিক মানুষ ভূমিধস ও ব্যাপক বন্যার শিকার হয়েছেন।