বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ কোটি ২১ লাখ ১৬ হাজার ৭৪২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৬ লাখ ৫৬ হাজার ৯৪১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৪২ লাখ ১৩ হাজার ৭৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮৩ হাজার ৮৬৪ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৬ হাজার ৮৭০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ১৯৮ জন।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৮ লাখ ৫৮ হাজার ২৪১ জন এবং মারা গেছে চার লাখ ৯৩ হাজার ১৯৮ জন।
আরও পড়ুন: করোনায় মৃত্যু বেড়েই চলছে
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে করোনায় মৃত্যু বেড়েই চলছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। এর আগে শুক্রবার করোনায় ২০ জনের মৃত্যু হয়েছিল।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ৩১.১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ১০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ১৮ শতাংশ।
আরও পড়ুন: ঢাকার লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা করোনায় আক্রান্ত