মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৮৮ হাজার ৩২৮ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৬১ কোটি ৯৯ লাখ ৪৪ হাজার ১৩৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৩৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৯ হাজার ১৮ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ২১৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৫৭৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
পড়ুন: বিশ্বজুড়ে মহামারি করোনার তৃতীয় ঢেউ শুরু!
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৫৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।
এর আগে শনিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে ২০৪ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন।
পড়ুন: করোনায় আরও ২২৫ মৃত্যু, শনাক্ত ১১ লাখ ছাড়াল
সেবামূলক প্রশাসন গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি। শনাক্তের হার ২৯.০৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬২ শতাংশ।
এদিকে, একদিনে আরও ৮ হাজার ৮৪৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৮ জন, সুস্থতার হার ৮৪.৪২ শতাংশ।