তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সেই সাথে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিদেশি হস্তক্ষেপ দেশটিতে গৃহযুদ্ধ ডেকে আনতে পারে।
রোমানিয়া সফরকালে তিনি বলেন, ‘ভেনিজুয়েলায় যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ঠিক নয় এবং তা সমস্যাকে গভীর করবে।’
প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতায় আনা নির্বাচনের প্রসঙ্গ তুলে কাভুসোগলু বলেন, ‘ভেনিজুয়েলার জনগণের ইচ্ছাকে অসম্মান করা কারও উচিত নয়।’
বিদেশি দেশগুলোকে কোনো পক্ষ না নিয়ে বরং সংলাপের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইউরোপিয়ান পার্লামেন্ট বৃহস্পতিবার ইইউ সদস্য দেশগুলোকে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়।
ভেনিজুয়েলার কংগ্রেস প্রধান গুয়াইদো গত সপ্তাহে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তাকে স্বীকৃতি দিতে ব্রাসেলসে বিশেষ অধিবেশনে বসেছিল ইইউর আইন প্রণেতারা।