মহিলা বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়ে সেখানে ‘নৈতিকতা সংক্রান্ত একটি বিভাগ’ চালু করেছে আফগানিস্তানের নতুন শাসক তালেবান।
দেশটিতে তালেবানরা সরকারে আসার পর নারীদের অধিকার সীমাবদ্ধ করার বিষয়ে এটি সর্বশেষ উদ্বেগজনক খবর। এর আগে ৯০’র দশকে আফগানিস্তানে আগের শাসনের সময় তালেবানরা কঠোরভাবে ইসলামী আইন প্রয়োগ করে মেয়ে এবং নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছিল এবং নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল।
বর্তমানে তালেবানরা দেশ পরিচালনায় বড় ধরনের অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যার মুখোমুখি হচ্ছে।
শুক্রবার কাবুলে নারী বিষয়ক মন্ত্রণালয় নামিয়ে সেখানে নৈতিকতা সংক্রান্ত মন্ত্রণালয়ের সাইনবোর্ড লাগানো হয়।
আফগান উইমেনস নেটওয়ার্কের প্রধান মাবুবা সুরজ বলেন, তালেবান সরকার পরিচালিত নারী ও মেয়েদের ওপর নিষেধাজ্ঞা জারি করায় তিনি হতবাক।
আরও পড়ুন: আফগানিস্তান: বিপদে শিশুরা, বিবাদে তালেবান আর অথর্ব জাতিসংঘ