কারাগারে থাকা তুর্কি ব্যবসায়ী ও জনহিতৈষী ওসমান কাভালার মুক্তির দাবিতে বিবৃতি দেয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানিসহ আঙ্কারায় নিযুক্ত ১০ বিদেশি রাষ্ট্রদূতকে শনিবার বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
২০১৭ সাল থেকে কারাগারে থাকা কাভালার মুক্তির দাবি জানিয়ে চলতি সপ্তাহে এই বিবৃতি দেয় এই ১০ দেশের রাষ্ট্রদূত। তবে এ বিবৃতিকে ‘ঔদ্ধ্যতপূর্ণ’ বলে মনে করছে তুরস্ক।
১০টি দেশ হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড। এর আগে মঙ্গলবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করে।
শনিবার দেশটির এসকিসেহির শহরে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এ বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘তারা তুরস্ককে বুঝবে ও জানবে। যে দিন তারা তুরস্ককে বুঝতে পারবে না, তারা চলে যাবে।’
৬৪ বছর বয়সী কাভালা ২০১৩ সালে সরকার বিরোধী আন্দলোনে যুক্ত থাকার অভিযোগ থেকে গত বছর মুক্তি পান। পরে তার বিরুদ্ধে ২০১৬ সালের সামরিক অভ্যুত্থান চেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়।
আন্তর্জাতিক পর্যবেকক্ষকারী ও মানবাধিকার সংস্থাগুলো কাভালা ও কুর্দি রাজনীতিক সালেহাতিন ডেমারতাসের মুক্তির দাবি জানিয়ে আসছে। তারা বলছে, এই দুইজনকে রাজনৈতিক বিবেচনায় কারাগারে রাখা হয়েছে। তবে আঙ্কারা এ দাবি অস্বীকার করেছে।
আরও পড়ুন: ঢাকায় আসতে পারেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান