চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছেন, ইউক্রেন যুদ্ধের ‘আগুনে ঘি দেয়’ এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে চীন। এ সময় ব্লিঙ্কেন বলেন, কোন দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের নীতির পক্ষে দাঁড়িয়েছে, তা বিশ্ব দেখছে।
শনিবার চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপকালে এসব কথা হয় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তাৎক্ষণিক সঙ্কট সমাধানের জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরির বিষয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: পশ্চিমা নিষেধাজ্ঞা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল: পুতিন
ওয়াং বলেন, ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণের ফলে রাশিয়ার নিরাপত্তার ওপর পরা নেতিবাচক প্রভাবের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মনোযোগ দেয়া উচিত।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আলোচনাকালে ব্লিঙ্কেন জোর দিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং মস্কোকে যে উচ্চ মূল্য দিতে হবে তা নিশ্চিত করছে।
ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে চীন।
চীন জানায়, সব জাতির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। তবে এ নিষেধাজ্ঞাগুলো নতুন সমস্যা তৈরি করে এবং রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়াকে ব্যাহত করে।
আরও পড়ুন: ইউক্রেনের আকাশ সীমায় ‘নো-ফ্লাই জোন’ নিয়ে পুতিনের হুঁশিয়ারি