জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫ লাখ ৫০ হাজার ৯৬৭ জন মৃত্যুবরণ করেছেন।
এছাড়া করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩ লাখ ৯৩ হাজার এক জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়াল
মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্য পর্যায়ে ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে। এ রাজ্যে মারা গেছেন ৫৯ হাজার ৩০ জন। এছাড়া দেশটির নিউইয়র্কে ৫০ হাজার ১৫৮ জন, টেক্সাসে ৪৮ হাজার ১৩৪ জন এবং ফ্লোরিডায় ৩৩ হাজার ২৪৭ জন মারা গেছেন।
পেনসিলভানিয়া, নিউ জার্সি, ইলিনয়, জর্জিয়া, ওহাইও, ম্যাসাচুসেটস এবং মিশিগান রাজ্যে গড়ে ১৭ হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্তের ২৩ শতাংশের বেশি এবং মোট মৃত্যুর প্রায় ২০ শতাংশের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে।
গত ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখে পৌঁছে।
এদিকে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৪৬ জনের।
আরও পড়ুন: করোনার টিকা পায়নি ৩৬টি দেশ: ডব্লিউএইচও
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ১১৪ জন।