যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মেরিল্যান্ডের স্মিথসবুর্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগ মুলেনডোর বলেছেন, কারখানায় তিনজনকে নিহত ও একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ভুক্তভোগী ও সন্দেহভাজন ব্যক্তি-সবাই ওই কারখানার কর্মচারী।
এদিকে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছার আগে গাড়িতে করে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি। তবে মেরিল্যান্ড রাজ্য পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় তাদের মাঝে গুলি বিনিময়ের ঘটনায় সন্দেহভাজন ও এক পুলিশ কর্মকর্তা আহত হন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৫
মেরিল্যান্ড রাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল বিল ডফলেমায়ার বলেছেন, আহত পুলিশ কর্মকর্তা ভালো আছেন এবং সন্দেহভাজন ব্যক্তিকে বৃহস্পতিবার রাত থেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সন্দেহভাজন একজন ৪২ বছর বয়সী ব্যক্তি বলে জানিয়েছেন মুলেনডোর। তবে তার নাম প্রকাশে অস্বীকার করেন তিনি। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রস্তুত করা হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনে মাঝারি রকেট সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: বাইডেন
এ ঘটনায় নিহতদের শনাক্ত করেছে শেরিফ। তারা হলেন- মার্ক অ্যালান ফ্রে (৫০), চার্লস এডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১) ও জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০)। এছাড়া ব্র্যান্ডন চেজ মাইকেল নামে ৪২ বছর বয়সী আরেকজন আহত হয়েছেন।
মুলেনডোর বলেছেন, সন্দেহভাজন একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ব্যবহার করেছেন এবং এটি গুলি বিনিময়ের ঘটনার পর উদ্ধার করা হয়।