যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে হিউগেনট হাইস্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এক বন্দুক হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) বিকালে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য রিচমন্ডে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালানো শুরু করে। এতে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সাতজন গুলিবিদ্ধ হয়। দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার ২টি ফার্মে বন্দুক হামলায় নিহত ৭
এদিকে রিচমন্ড পাবলিক স্কুলের কর্মকর্তা ম্যাথিউ স্ট্যানলি জানান, মনরো পার্কে ইটি (২১১৫ জিএমটি) কাছাকাছি আলট্রিয়া থিয়েটারে বিকাল সোয়া ৫টার দিকে অনুষ্ঠিত হিউগেনট হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ গুলির ঘটনা ঘটে।
শহরটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান রিক এডওয়ার্ডস জানান, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
রিচমন্ড পাবলিক স্কুলের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (৭ জুন) শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই সপ্তাহে সব উচ্চ বিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
রিচমন্ডের মেয়র লেভার স্টনি এক সংবাদ সম্মেলনে বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।
আরও পড়ুন: সার্বিয়ায় ২ দিনের মধ্যে দ্বিতীয় বন্দুক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার
কলাম্বাইন থেকে ন্যাশভিল: যুক্তরাষ্ট্রে স্কুলে গণবন্দুক হামলায় নিহত ১৭৫