ইউক্রেনে সামরিক অভিযান চালালেও রাশিয়া সব সময় আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রুশ সরকারি সংবাদ সংস্থাই আইআরএকে লাভরভ বলেছেন, ‘দুঃখের বিষয় এই যে আমাদের পশ্চিমা বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেননা। বরং তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া ‘আইন-ভিত্তিক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়নে চেষ্টা করে চলেছেন।’
তিনি বলেন, ‘আমেরিকান সহকর্মী এবং ন্যাটো সদস্যদের সাথে আমরা কথা বলেছি।’
লাভরভ বলেন, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়-দায়িত্ব অনুসরণের পথ এখনও খোলা রয়েছে।
তিনি বলেন ‘ন্যায়বিচার এবং জাতিসংঘ চার্টারের মূল নীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসার জন্য রাশিয়া সব সময় প্রস্তুত থাকবে।’
এর আগে বৃহস্পতিবার ভোরে একটি টেলিভিশন ভাষণে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ঘোষণার পর রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে।
অভিযানের প্রথম দিনেই ইউক্রেনের অনেক বড় বড় শহর এবং সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।