ফলে গান্ধী পরিবারের বাইরে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দেয়ার সুযোগ তৈরি হলেও শনিবার প্রায় দিনব্যাপী বৈঠকেও সভাপতি হিসাবে নতুন কাউকে বেছে নিতে পারেনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা।
এনডিটিভি জানায়, দীর্ঘক্ষণ ধরে বৈঠকে সমাধান না আসায় রাহুলের মা সোনিয়া গান্ধীকেই আপাতত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে।
সকাল ১১টা থেকে শুরু হওয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক চলে রাত পর্যন্ত। রাহুলকে আরও একবার দলের হাল ধরার জন্য আবেদন করতে থাকেন নেতারা। কিন্তু, রাহুল নিজের সিদ্ধান্তে অনড় থাকায় সোনিয়া গান্ধীর দ্বারস্থ হন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা।
জানা যায়, রাহুলের পরিবর্তন না পাওয়া পর্যন্ত সোনিয়ার কাঁধেই থাকছে কংগ্রেসকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব। যিনি এর আগেও প্রায় প্রায় দুই দশক ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে ছেলে রাহুল গান্ধীর কাঁধে দলের নেতৃত্ব ছেড়ে সভাপতির পদ ছেড়েছিলেন গান্ধী পরিবারের পুত্রবধূ সোনিয়া।