জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের (৬৭) স্মরণে আগামীকাল শনিবার (৯ জুলাই) একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'ভারতের প্রিয়তম বন্ধুদের একজনের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন।’
মোদি এক টুইটে লিখেছেন, 'আমার একজন প্রিয় বন্ধু শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি স্তব্ধ ও শোকাহত। তিনি ছিলেন বিশ্বের একজন ক্ষমতাধর রাজনীতিবিদ, একজন অসামান্য নেতা এবং একজন অসাধারণ শাসক। তিনি জাপান ও বিশ্বকে আরও উন্নত করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন।’
প্রধানমন্ত্রী মোদি ‘ভারত-জাপান সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বের পযায়ে উন্নীত করার জন্য অপরিসীম অবদানের জন্য’ আবের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
তিনি আরও লিখেছেন, ‘আজ, সমগ্র ভারত জাপানের সঙ্গে শোক করছে এবং আমরা এই কঠিন মুহূর্তে আমরা আমাদের জাপানি ভাই ও বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার স্মারক হিসেবে ৯ জুলাই ২০২২ তারিখে একদিনের জাতীয় শোক পালন করা হবে।’
আবের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করে মোদি বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা নেয়ার পর তার সঙ্গে আমার পরিচয় হয় এবং আমি প্রধানমন্ত্রী হওয়ার পর পর্যন্তও আমাদের বন্ধুত্ব অটুট আছে। অর্থনীতি ও বৈশ্বিক বিষয়ে তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, সবসময় আমার মনে গভীর ছাপ ফেলেছে।’
ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার সাম্প্রতিক জাপান সফরের সময়, আমি মি. আবের সঙ্গে আবার দেখা করার এবং অনেক বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তিনি বরাবরের মতোই বুদ্ধিদীপ্ত ও অন্তর্দৃষ্টিপূর্ণ ছিলেন। আমি জানতাম না যে এটিই হবে আমাদের শেষ সাক্ষাৎ। তার পরিবার ও জাপানের নাগরিকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
জাপানের সাবেক প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলীয় শহর নারাতে একটি প্রচারাভিযানের বক্তৃতা দেয়ার সময় নৌবাহিনীর এক সাবেক কর্মীর হাতে গুলিবিদ্ধ হন। এর পাঁচ ঘণ্টা পর দেশটির একটি হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন