ওয়াশিংটন, ২৭ এপ্রিল (এপি/ইউএনবি)- গত রবিবার শ্রীলঙ্কায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সন্ত্রাসবাদের কারণে শ্রীলঙ্কায় ভ্রমণের বিষয়টি যুক্তরাষ্ট্রের নাগরিকদের পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার রাতে এক সতর্কবাতায় বলা হয়, ‘জঙ্গি গোষ্ঠীগুলো আবারও শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।’
গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে তিনটি গির্জায় প্রার্থনারত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ও বিদেশি নাগরিকদের কাছে জনপ্রিয় তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হন।
শ্রীলঙ্কায় আবারও গাড়ি বোমা হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী। এজন্য রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্রীলঙ্কায় কর্তৃপক্ষ ইস্টার হামলার জন্য স্থানীয় মুসলিম জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে। ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) হামলায় দায় স্বীকার করলেও, হামলায় এই গোষ্ঠীর জড়িত থাকার বিষয়ে তদন্ত করছেন লঙ্কান কর্মকর্তারা।