সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জাহাজটিতে থাকা বিশ জনকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা উপকূলীয় শহর টার্তুসে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: লিবিয়া থেকে ইতালি আসার পথে নিহত ৭ অভিবাসীর পরিচয় শনাক্ত
মন্ত্রণালয় জানায়, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, নৌকাটিতে লেবানিজ, সিরিয়ান ও অন্যান্য দেশের ১২০-১৫০ জন অভিবাসী ছিল। তারা সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছিল।
আরও পড়ুন: বাহামাস উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু