শুক্রবার তুরস্কের এক কর্মকর্তা জানান, ২০১৬ সালে সিরিয়ায় সেনা মোতায়েনের পর এটিই ছিল তুরস্কের জন্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
সিরিয়ার ইদলিবের সীমান্তবর্তী তুরস্কের হাতয় প্রদেশের গভর্নর রাহমি দোগান জানান, বৃহস্পতিবারের বিমান হামলায় ২৯ সেনা সদস্য নিহত হয়েছে এবং ৩৯ জন আহত হয়েছে। আহতদেরকে তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জরুরি নিরাপত্তা বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আর ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গের সাথে টেলিফোনে কথা বলেন তুর্কি পরররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া তুরস্কের পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ও এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ানের সাথে হামলার বিষয় নিয়ে কথা বলেছেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে এ পর্যন্ত সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের কমপক্ষে ৫০ জন সেনা নিহত হয়েছে।