সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের আতমেহ শহরে বৃহস্পতিবার বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। এ অভিযানে ছয় শিশু ও চার নারীসহ ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তুর্কি সীমান্তের কাছে আতমেহ শহরে চালানো অভিযানটি দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়। এ এলাকায় সিরিয়ার গৃহযুদ্ধ থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষজন থাকেন। তবে এ অভিযানের লক্ষ্য অস্পষ্ট।
পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, তাদের মিশন সফল হয়েছে। এ সময় কোনো মার্কিন বাহিনীর সদস্যের হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: সিরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২
২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে মার্কিন হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর এটিই প্রদেশটিতে চালানো সবচেয়ে বড় অভিযান।
ইদলিব প্রদেশটি ব্যাপকভাবে তুরস্ক-সমর্থিত যোদ্ধাদের দ্বারা নিয়ন্ত্রিত। তবে এটি আল-কায়েদার ঘাঁটি এবং এর বেশ কয়েকজন শীর্ষ নেতার আবাসস্থল। এছাড়া অন্য জঙ্গিরাও এই অঞ্চলে রয়েছে।
সিরিয়ান সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেট নামে একটি সংস্থা জানায়, মার্কিন এ অভিযানে ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় শিশু ও চারজন নারী রয়েছেন।
আরও পড়ুন: সিরিয়ায় বিমান হামলায় ২৯ তুর্কি সেনা নিহত
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও বলেছে, মার্কিন এ হামলায় চার শিশু ও দুই নারীসহ ১৩ জন নিহত হয়েছেন।