আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু
সোমবার ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন ও তিতাস কোম্পানির সেক্রেটারি মো. ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ৫৫ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূইঁয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তফা এবং তিতাসের ডিরেক্টর ফাইন্যান্স মো. মনির হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং ম্যানেজার মো. হুমায়ুন কবির খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের শরিয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার
এই চুক্তির ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা শাখা, উপশাখা ও আই ব্যাংকিংয়ের (ইন্টারনেট ব্যাংকিং) মাধ্যমে তিতাসের বিল প্রদান করতে পারবেন।