চট্টগ্রামে রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের পাঁচটি টিম কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা রমজান মাসজুড়ে নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করবেন। এছাড়া উপজেলা পর্যায়েও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।
রবিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এসব কথা বলেন।
আরও পড়ুন: পুঁজিবাজার টিকিয়ে রাখতে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি বিএমবিএ’র
তিনি বলেন, রমজান উপলক্ষে গত ১ এপ্রিল থেকে মনিটরিং টিম মাঠে কাজ করছে। রমজানে বাজার মনিটরিংয়ের জন্য পাঁচটি টিম প্রতিদিন মাঠে থাকবে। সকালে তিনটি টিম ১০টা থেকে দুপুর ১টা, বিকালে দুটি টিম দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঠে থাকবে।
টিমগুলো দ্রব্যমূল্য ছাড়াও মামলামালের গুণগত মান যাচাই, দোকানে মূল্য তালিকা আছে তা দেখাবে। এছাড়া পাহাড়তলী, চাক্তাই ও খাতুনগঞ্জের পাইকারি বাজারসহ বেশ কিছু বাজার তদরকিতে থাকবে।