সপ্তাহের লেনদেন শুরুর প্রথম তিনদিন টানা পতনের পর অবশেষে চতুর্থ কার্যদিবসে সূচকের সামান্য উত্থান দেখলো ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৫ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস এবং ব্লু-চিপ ডিএস-৩০ এর উত্থান ছিল দশমিকের ঘরে।
সূচক সামান্য বাড়লেও ডিএসইতে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। পাশাপাশি কমেছে প্রতিদিনকার শেয়ার এবং ইউনিটের লেনদেনের পরিমাণও। ডিএসইতে মোট ৩১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩৩৮ কোটি টাকা।
লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩, কমেছে ১৮৪ এবং অপরিবর্তিত আছে ৯০ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’- তিন ক্যাটাগরিতেই দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেন হওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত ছিল বেশিরভাগের দাম। অন্যদিকে দাম বেড়েছে ৬ এবং কমেছে ১০ কোম্পানির।
লেনদেনে অংশ নেয়া তিন করপোরেট বন্ডের তিনটিরই দাম কমেছে। বুধবার সরকারি কোনো সিকিউরিটিজে বাজারে লেনদেন হয়নি।
ব্লক মার্কেটে ৩০ কোম্পানি ৬০ লাখ শেয়ার ১৭ কোটি টাকায় বিক্রি করেছে। এরমধ্যে বিচ হ্যাচারি সর্বোচ্চ ৭ লাখ ৬০ হাজার শেয়ার ৮ কোটি ১২ লাখ টাকায় বিক্রি করেছে।
আরও পড়ুন: লাগাতার পতনের মুখে পুঁজিবাজার, কমেছে সবকটি সূচক
ডিএসইতে ৯ দশমিক ৯০ শতাংশ দরবৃদ্ধি পেয়ে শীর্ষে আছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। অন্যদিকে ৯ দশমিক ২৮ শতাংশ দর হারিয়ে তলানিতে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
চট্টগ্রামেও সামান্য উত্থান
ঢাকার মতো চট্টগ্রামেও সূচকের সামান্য উত্থান হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২০৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬, কমেছে ৮৬ এবং অপরিবর্তিত আছে ৩৬ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়লেও গতদিনের তুলনায় লেনদেন কমেছে সিএসইতে। সারাদিনের লেনদেনে মোট ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার এবং ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে, যা গতদিন ছিল ৪ কোটি ৩৭ লাখ টাকা।
সিএসইতে ৯ দশমিক ৮১ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। অন্যদিকে ৯ দশমিক ৮৮ শতাংশ দাম হারিয়ে তলানিতে ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।