অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) দেশে মার্কিন ডলারের অভিন্ন বিনিময় হার নির্ধারণের জন্য আগামীকাল রবিবার আবার বৈঠকে বসবে।
এবিবি ও বাফেদা এরপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংককে ডলারের একক হার কার্যকর করার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানাবে।
ডলারের বাজারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে এবিবি ও বাফেদা নেতাদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গভর্নর আবদুর রউফ তালুকদার এতে যোগ দেন। কিন্তু ডলারের জন্য একক হারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি তারা।
উভয় সংস্থাই ডলারের সমন্বিত হার নির্ধারণের আগে ডলারের বাজার পর্যবেক্ষণ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি বোঝার জন্য সময় চেয়েছে।
দেশে বেশ কয়েক মাস ধরে ডলারের বাজারে অস্থিরতা চলছে। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন ইউএনবিকে বলেন, বৈদেশিক বাণিজ্যে লেনদেন ঘাটতি কমে যাওয়ায় আগামী দুই মাসে ডলারের বাজার স্থিতিশীল হবে।