দেশীয় তৈরি রপ্তানী পোশাক পণ্যে ভর্তি কন্টেইনার নিয়ে ইতালির রাভিনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে প্রথম কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’।
সোমবার বেলা ৩টার দিকে ৪৯৩ বক্সে ৯৫০ টিইইউস নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ- সমুদ্র রুটে সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে।
গত শনিবার দুপুরে খালি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভিড়েছিল জাহাজটি।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
‘এমভি সোঙ্গা চিতা’ জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার আগে বন্দরের এনসিটি জেটিতে বাংলাদেশ-ইতালি রুটে জাহাজ চলাচল কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
এসময় তিনি বলেন, বাংলাদেশ-ইতালি সরাসরি জাহাজ চলাচল আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। পোশাক রপ্তানির গুরুত্ব বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ ইতালি-চট্টগ্রাম রুটের জাহাজকে বার্থিং, কি গ্যান্ট্রি ক্রেন বরাদ্দসহ সব সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার দিবে।
গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম পরীক্ষামূলকভাবে ইতালি থেকে চট্টগ্রামে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। প্রথম যাত্রায় ইতালি থেকে শুধু খালি কনটেইনার আনা হয়েছিল। সোঙ্গা চিতা জাহাজটি চট্টগ্রামে এসেছে ৯৪৫ টিইইউস কনটেইনার নিয়ে।
এদিকে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। রবিবার বন্দরের এক অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন।
আরও পড়ুন: তৈরি পোশাক নিয়ে সোমবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে ‘এমভি সোঙ্গা-চিতা’