শুক্রবার নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশনে ‘বাণিজ্যিক প্রদর্শন কক্ষ’ যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী ওতুনবা আদেবায়ো।
অনুষ্ঠানে নাইজেরিয়ার মন্ত্রী ব্যক্তিগতভাবে উপস্থিত থাকালেও বাংলাদেশ থেকে ডিজিটালভাবে যোগ দেন টিপু মুনশি।
এতে স্বাগত বক্তব্য দেন নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০১৮-১৯ অর্থবছরের ১১.২৭ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০১৯-২০ অর্থবছরে ১৪৪.৭৫ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
উভয় মন্ত্রী দুই দেশের সুবিধার্থে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বিশাল সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে জোর দেন।
তারা মিশনের ‘বাণিজ্যিক প্রদর্শন কক্ষ’ উদ্যোগকে স্বাগত জানান এবং এটি বিদেশি বিশেষত সম্ভাব্য নাইজেরিয়ান আমদানিকারক এবং বিনিয়োগকারীদের বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা এবং বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করবে বলে শনিবার হাইকমিশন জানিয়েছে।
নাইজেরিয়ার সাথে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে গিয়ে মন্ত্রী টিপু মুনশি বলেন, আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বে তেলের ষষ্ঠ বৃহৎ উৎপাদক নাইজেরিয়ার সাথে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বসহকারে দেখে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি এমওইউ স্বাক্ষরসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন টিপু মুনশি।