বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ তিন দাবিতে বুধবার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।
মঙ্গলবার দুপুরে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী।
তাদের অন্য দুটি দাবি হলো-বেনাপোল স্থলবন্দরের ইক্যুইপমেন্ট সরবরাহ বৃদ্ধি ও দক্ষ চালক নিয়োগ দেয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি ও যানজটমুক্ত রাখা।
আরও পড়ুন: কর্মবিরতি: মঙ্গলবার বেনাপোলসহ ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস বন্ধ
সংবাদ সম্মেলনে মামুন কবীর তরফদারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ‘বন্দর ব্যবহার করে এমন সব সংগঠনই আমাদের সঙ্গে আছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের তিন দফা দাবি আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’
এ সময় সমিতির সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান (সনি), সহ-সভাপতি ইদ্রিস আলী, মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।