সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে। তিনি বলেন, ‘আপনারা সম্পদ হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন শেখ হাসিনার পদ্মা সেতুর জন্য। শেখ হাসিনার অবদান পদ্মাসেতু দৃশ্যমান। ইনশাআল্লাহ্ আগামী বছরের জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের আয়োজনে শরীয়তপুরের নড়িয়ার মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন:পদ্মা সেতুর পিলারে ধাক্কা ষড়যন্ত্র কি না তদন্ত করতে হবে: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পিতার বিচক্ষণতা দিয়ে আজকে বাংলার কোটি কোটি মানুষের মন জয় করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।’