তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভ্যানিটি ব্যাগ ও সুটকেস থেকে পাপুল (লক্ষ্মীপুরের সাংসদ) ও সাহেদরা বের হয় আসছে। তাদের আলমারি থেকে বের হয়ে আসছে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা।’
বিএনপি নেতা বলেন, ‘গত ১২ বছরের শাসনামলে রাজধানী ঢাকা শহরে তারা ৫০টিরও বেশি ক্যাসিনো স্থাপন করেছে। এগুলোর মালিকেরা সবাই আপনার (প্রধানমন্ত্রীর) কাছের। তাই আপনিই দুর্নীতির বিষবৃক্ষ রোপন করেছেন যেখান থেকে সম্রাট, শামীম, সাহেদ, পাপিয়া এবং অন্যান্য দুর্নীতিবাজ বেড়িয়ে আসছে।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি প্রয়াত দলটির নেতা-কর্মীদের স্মরণে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজিত এক সভায় এসব কথা বলেন বিএনপির এ নেতা।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপি সরকার ‘দুর্নীতির বিষবৃক্ষ’ রোপন করেছিল এবং বাংলাদেশ এখন সেগুলো বয়ে বেড়াচ্ছে।
বিএনপি নেতা বলেন, ‘আপনার শাসনামলের সন্ত্রাসের বিষবৃক্ষের কথা তো বলেননি, গুমের বিষবৃক্ষ এখানে রোপণ করেছেন তার তো কথা বলেননি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বক্তব্যের প্রতিবাদে জবাবে রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দল এখন তাদের অপকর্ম ঢাকার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপিকে দোষারোপ করছে।’
অর্থপ্রচার মামলায় ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি শামীম জড়িত থাকার কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা ২০০০ কোটি টাকা পাচার করল। ওটাও কি বিএনপির দুর্নীতির ফল?’
বিএনপি নেতা বলেন, ‘আপনার শাসনামলের সন্ত্রাসের বিষবৃক্ষের কথা তো বলেননি, গুম ও হত্যার বিষবৃক্ষ রোপণের কথাও তো বলেননি। আওয়ামী লীগ আমাদের দলের কয়েক হাজার নেতা ও কর্মীদের গুম করেছে।’
২১ আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফল বলেও মন্তব্য করে রুহুল কবির রিজভী।