প্রতারক
ফরিদপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১: র্যাব
এসময় তাদের কাছে থেকে বিকাশ ও নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১৪টি মোবাইল সিমকার্ড ও নগদ ৩৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সদরপুর উপজেলার আফসার মুন্সীর কান্দি গ্রামের জালাল বেপারীর ছেলে কামাল বেপারী (২৯), মজিবর মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর (২৫), আলেপ সরদারের ছেলে মাসুদ সরদার (৪৭) ও একই গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে সাকিল মাতুব্বর (২৩)।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) দিনগত রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সীরকান্দি এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তি বিকাশ ও নগদ গ্রাহকদের গোপন পিন নম্বর সংগ্রহ করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিতেন।
এছাড়া তারা নিজেদেরকে বিকাশ কিংবা নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, ডিবির ওসি মো. রাকিবুল ইসলামসহ প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যা: ছোট ভাই গ্রেপ্তার
হরিপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ৭
১ বছর আগে
রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক
রাজধানীর পল্টন এলাকা থেকে মঙ্গলবার রাতে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- মনসুর আহমেদ (৩৩) ও মহসিন চৌধুরী (৫৫)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: চোরাই মোবাইল সেট বিক্রিকারীদের গ্রেপ্তার করা হবে: ডিএমপি
ব্রিফিংকালে মঈন বলেন, আটকরা দেশের প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাবি করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চুক্তির প্রলোভন দেখিয়ে ঠিকাদার ও নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তাদের কাছ থেকে কিছু নথি জব্দ করেছে র্যাব।
র্যাব পরিচালক বলেন, ‘সিন্ডিকেটে ৫/৭ জন সদস্য রয়েছে এবং মনসুর সিন্ডিকেটের প্রধান। মনসুর জমির দালাল ছিলেন,পরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি পান।’
মনসুর সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাইফুলের সহায়তায় সিন্ডিকেট তৈরি করে মানুষকে প্রতারণা করতেন।
আরও পড়ুন: রাজধানীর মার্কেট থেকে ২১৩টি অবৈধ হ্যান্ডসেট জব্দ, আটক ৬
চট্টগ্রামে হোটেল থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ৪৯
২ বছর আগে
৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে এক কলার ফোন করে অভিযোগ জানালে, পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করে রংপুরের মিঠাপুকুর থানার পুলিশ।
রবিবার সকাল সাড়ে সাতটায় রংপুরের মিঠাপুকুর থানাধীন কোনাপাড়া থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা আসামি ধরতে এসেছে বলে এলাকাবাসীকে জানায়।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
তাদের আচরণে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে সবকিছু বিস্তারিত জানায়।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিঠাপুকুর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার সন্ধান
পরে মিঠাপুকুর থানার এ.এস.আই নুর আলম ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে পুলিশ পরিচয় দেয়া দুই ব্যক্তিকে আটক করেন। আটককৃতরা হল- মিঠাপুকুর থানার হেতমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০) এবং একই থানার পাতাসন দুর্গাপুর গ্রামের মৃত নুরুজ্জামান ছেলে কামরুজ্জামান (৩১)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে
চাঁদপুরে অশ্লীল ছবি ধারণকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক
চাঁদপুর শহরের এসি ও ফ্রিজের ব্যবসায়ী মো: মাইনুল ইসলাম (৩৩) কে কৌশলে বাসায় নষ্ট ফ্রিজ মেরামতের জন্য ডেকে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করে নগদ অর্থ আদায় করার অভিযোগে ৪ জন নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মে) দুপুর ২টার দিকে চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান।
আরও পড়ুন: চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন, লাখ টাকা জরিমানা
এর আগে ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেন মডেল থানা পুলিশ।
প্রেস ব্রিফিং-এ চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রশিদ, ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া, ওসি (অপারেশন) সনোয়ার হোসেন ও (ইন্টিলিজেন্স) এনামুল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিখোঁজের ৪ দিন পর চাঁদপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
আটক প্রতারক চক্রের সদস্যরা হলেন- শহরের ট্রাকঘাট নাজমুল পাটওয়ারী বাড়ীর জিহান পাটওয়ারীর স্ত্রী তাসলিমা আক্তার জেরিন (২০), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার বাঙ্গালখালীয়া এলাকার মৃত আব্দুল বারেকের মেয়ে সাদিয়া বেগম (২৭), ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর বেপারী বাড়ী মিন্টু বেপারীর স্ত্রী হাসিনা বেগম মুন্নি (৩৫), হাজীগঞ্জ রাজারগাঁও প্রধানিয়া বাড়ীর সিরাজুল মোস্তফার মেয়ে আয়েশা আক্তার নিপা (১৯), ফরিদগঞ্জ উপজেলার সোবহান মিজি বাড়ীর মৃত সালামত মিজির ছেলে মোস্তফা (৪৫) ও একই উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের খান বাড়ীর আরিফ খানের ছেলে কাজল খান (২২)।
এই ঘটনায় প্রতারণার শিকার মো: মাইনুল ইসলাম মঙ্গলবার চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: চাঁদপুরে বৃদ্ধ দম্পতিকে নিজ বাড়িতে ফিরিয়ে দিল পুলিশ
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, অভিযোগকারীর বিষয়টি তদন্ত কের সত্যতা পাওয়া যায়। তাকে নষ্ট ফ্রিজ মেরামতের জন্য তাসলিমা আক্তার জেরিন ড্রিম হাউস নামে বাসায় নিয়ে মাইনুল ইসলামের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা সক্রিয় বিভিন্ন সময় বিভিন্ন পুরুষ মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক করে। শহরের বিভিন্ন বাসা ভাড়া করে লোকদের ছবি তুলে প্রতারণা করে এবং টাকা আদায় করে ছবিগুলো রেখে দেয় পরবর্তীতে আবারও টাকা আদায় করার জন্য।
৩ বছর আগে
সাতক্ষীরার শীর্ষ প্রতারক বাদশা মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার
সাতক্ষীরার শীর্ষ প্রতারক এস এম বাদশা মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, মন্ত্রী-এমপিদের সীলসহ প্রতারণার একাধিক উপকরণ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় এসআই পরিচয় দেয়া এক প্রতারক আটক
এস এম বাদশা মিয়া সাতক্ষীরা শহরের মধুমোল্যারডাঙ্গী গ্রামের হাতুড়ি ডাক্তার নূর ইসলামের ছেলে।
শনিবার বিকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, বাদশার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নকল নোট প্যাড, সীল, সংসদ সদস্যের ডিও লেটার ও বিভিন্ন প্রকার নিয়োগপত্র এবং জমাজমি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি নিজেকে কখনও ডাক্তার, আবার কখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন। আবার কখনও (বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি) ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
পুলিশ সুপার জানান, এছাড়াও বাদশা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদোন্নতি, চাকরি পাইয়ে দেয়া, এমনকি যে কোন মামলার সুরাহা করে দেয়ার প্রতিশ্রুত দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।
৩ বছর আগে
বেনাপোলে ৬ প্রতারক আটক
বেনাপোল স্থলবন্দরে পাসপোর্ট যাত্রীদের হয়রানি ও প্রতারণা করে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশ ছয় প্রতারককে আটক করেছে।
৪ বছর আগে
মাগুরায় চেক প্রতারক গ্রেপ্তার
মহম্মদপুর উপজেলায় চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
আ’লীগই ‘দুর্নীতির বিষবৃক্ষ’ রোপন করেছে: বিএনপি
বিএনপি নয় আওয়ামী লীগই ‘দুর্নীতির বিষবৃক্ষ’ রোপন করেছে এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের মতো প্রতারক ও রাজধানীতে অর্ধশতাধিক ক্যাসিনো তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৪ বছর আগে
কুমিল্লায় লে. জেনারেল পরিচয়দানকারী এক প্রতারক গ্রেপ্তার
কুমিল্লার লালমাইয়ে সাগর বোগদাদী নামে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে