আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পহেলা বৈশাখ নিজের পরিচয় ও অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন হওয়ায় যতদিন আওয়ামী লীগ দেশে থাকবে ততদিন বৈশাখ পালিত হবে।
শুক্রবার বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখসহ বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এবং আজও আছে। কে পালন করছে বা করছে না তা আমাদের মাথাব্যথা নয়। তবে আমরা পালন করব।’
বাঙালিরা উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চেতনা, ইতিহাস ও ঐতিহ্যের গন্তব্য।
আরও পড়ুন: নভেম্বরের মধ্যে ১০০টি ডাবল ডেকার এসি বাস পাবে বিআরটিসি: কাদের
ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ সকল সংকট মোকাবিলায় শেখ হাসিনা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার চর্চা বেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তাদের উৎখাত করা হবে।
তিনি আরও বলেন, ‘যারা সাম্প্রদায়িক মতাদর্শ পছন্দ করে এবং দ্বি-জাতীয়তাবাদ পছন্দ করে, তারা বৈশাখ উদযাপনের ইতিহাসকে সম্মান করে না, তাদের প্রতিহত করা হবে।’
শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু: ওবায়দুল কাদের