নির্বাচন কমিশন (ইসি) রবিবার নতুন দুটি রাজনৈতিক দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গণঅধিকার পরিষদসহ দশটি দল নিবন্ধনের দৌড় থেকে বাদ পড়েছিল। নিবন্ধন চাওয়া ১২টি দলের মধ্যে মাত্র দুজনই পরবর্তী রাউন্ডের বাছাইয়ে অংশ নিয়েছেন।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, কমিশন সব তথ্য যাচাই-বাছাই করে দল দুটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
তিনি বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে নিবন্ধন নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা তা জানতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিবন্ধনের আবেদন করা দুই পক্ষের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো আপত্তি এলে শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিযোগিতায় বাদ পড়া রাজনৈতিক দলগুলো হলো- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট (বিএইচপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।
আরও পড়ুন: রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি