প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন কাংলাদেশ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের নছর উদ্দিন মার্কেটের মাঠে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে দলটি।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: হাতপাখার প্রার্থীর ওপর হামলা, নৌকার কর্মীদের সঙ্গে সংঘর্ষ
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রার্থীর ওপর হামলা মেনে নেবার মতো নয়। অবিলম্বে দ্রুত দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে নিবার্চন না হওয়া ও তাদের প্রার্থীকে মৃত বলার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)পদত্যাগও করতে হবে।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: এজেন্টদের ঢুকতে বাধা, ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ
এতে আরও বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আইমানিক, যুব আন্দোলনের সভাপতি আশিকুর রহমান,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা ইসলামী আন্দোলনের