লোক দেখানো জাতীয় নির্বাচনের জন্য সরকার আবারও পুরনো ফাঁদ পাকাচ্ছে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় জেগে উঠেছে বলে এবার কোনো চক্রান্ত কাজ করবে না।
রবিবার এক আলোচনা সভায় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সামন্তবাদী বৈশিষ্ট্যের কারণে ভিন্নমতাবলম্বীদের সহ্য করতে পারে না।
বিএনপি নেতা বলেন, ‘তারা (সরকার) নির্বাচন নিয়ে খেলা খেলতে এবং প্রহসনের একটি অশুভ পরিকল্পনা করছে যাতে তারা আবার নির্বাচিত হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেই ফাঁদে পা দেবে না। আপনি বারবার মানুষকে বোকা বানিয়েছেন, কিন্তু এবার সফল হবেন না।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে।
ফখরুল বলেন, তাদের দল চায় ক্ষমতায় না গিয়ে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জনগণের ভোট ও অন্যান্য অধিকার ফিরিয়ে দিতে। ‘আমরা চাই প্রত্যেক জনগণ তাদের অধিকার প্রয়োগ করুক এবং যাকে খুশি তাকে ভোট দেবে এবং এভাবে একটি নির্বাচিত সংসদ গঠিত হবে।’
বিএনপি নেতা অভিযোগ করে বলেন, সরকার মনে করে দেশের মানুষ কিছুই বোঝে তাই তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। ‘আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছি। আমরা জীবন উৎসর্গ করছি। ইতোমধ্যে আমাদের ১৭ জন জীবন উৎসর্গ করেছে এবং আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনে আমরা শিগগিরই জয়ী হব: ফখরুল
তিনি সর্বস্তরের জনগণকে বর্তমান আন্দোলনকে আরও জোরদার করতে এবং তাদের অধিকার আদায়ে আরও জেগে ওঠার এবং সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নিতে বাধ্য করার আহ্বান জানান।
বিএনপি নেতা আরও বলেন, ‘আমাদের হাতে খুব অল্প সময় আছে। কারণ, তারা (সরকার) বিশ্ব সম্প্রদায়কে ফাঁকি দেয়ার জন্য নির্বাচনের নামে একটি শো করার ষড়যন্ত্র করছে… তারা এখন আমাদের আগের মতো সভা করতে বাধা দিচ্ছে না। এটা তাদের কৌশল।’
আরও পড়ুন: আওয়ামী লীগের সর্বব্যাপী দুর্নীতি অর্থনীতিকে ধ্বংস করছে: ফখরুল