মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আহসান সিকদার ফুসফুস ও কিডনিজনিত রোগ নিয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, আহসান সিকদার জুলাই মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এক সপ্তাহ আগে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি ফুসফুস এবং কিডনিজনিত রোগ নিয়ে গত শনিবার ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার বাদ আসর গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় উত্তর পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার (চুন্নু), সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা আহসান সিকদারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।