বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা বুধবার সকাল ১০টার দিকে বনানী কবরস্থানে কোকোর সমাধিতে ফাতেহা পাঠ করবেন।
দুপুরে রাজধানীর মিরপুর এলাকার মদিনা নগর মাদরাসায় দলের পক্ষ থেকে এতিমদের জন্য রান্না করা খাবার পাঠানো হবে।
কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আসরের নামাজের পর বিএনপি দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শায়রুল বলেন, বিএনপির বিভিন্ন সহযোগী ও পেশাদার সংগঠনগুলো আলোচনা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
১৯৭০ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় তার ভাড়া বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জানুয়ারি তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয় এবং বনানী কবরস্থানে দাফন করা হয়।