বিএনপি নেতা আরও বলেন, ‘তার (শেখ হাসিনা) মন্তব্যে প্রমাণিত হয়েছে যে, তার নির্দেশেই খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। আমরা বার বার যেটা বলেছি তিনি (শেখ হাসিনা) সেটাই প্রমাণ করলেন।’
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা লন্ডনে তার নিজের কণ্ঠে জানিয়ে দিলেন যে, খালেদা জিয়াকে তার ‘নির্দেশ অনুযায়ী’ কারাগারে রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ‘এখন আইনের শাসনের পরিবর্তে ‘শেখ হাসিনার শাসন’ চলে। আদালত ও আইন প্রয়োগকারীরা শেখ হাসিনার শাসনের নির্দেশে কাজ করে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
রিজভী অভিযোগ করেন, ২৯ ডিসেম্বরের মধ্যরাতের নির্বাচনের পর শেখ হাসিনা এখন আগের চেয়ে আরও স্বৈরাচারী হয়ে উঠেছেন।
সারাদেশে নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীন দলের লোকজন এসব ‘জঘন্য অপরাধের’ সঙ্গে জড়িত।
তীব্র ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান রিজভী।
এছাড়া তিনি বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও অন্যান্য উপকূলীয় এলাকার মানুষকে দ্রুত নিরাপদে স্থানে সরিয়ে নেয়ার আহ্বান জানান।