বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অনেকটা আশঙ্কাজনক। করোনা পরবর্তী অসুস্থতা এবং বার্ধক্যজনিত সমস্যার কারণে বর্তমানে খালেদা জিয়া বেশ অসুস্থ বলে জানান তিনি।
মঙ্গলবার বিএনপি প্রধানের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি জানান, খালেদা জিয়ার এখন আলাদা অক্সিজেন প্রয়োজন হচ্ছে না।
আরও পড়ুন: খালেদা জিয়া: বিদেশ নেবার অনুমতি দেয়নি সরকার
বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার প্রেশার, শরীরের তাপমাত্রা এবং অন্যান্য সবকিছু এখন বেশ ভাল। কিন্তু কিছু বিষয়ে বেশ ঝুঁকিতে আছেন তিনি। তার কিডনির সমস্যা এবং হৃদরোগের কারণে চিকিৎসকরা বেশ চিন্তিত।’
মির্জা ফখরুল এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান।
কিন্তু খালেদার প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধা দেয়ার ব্যবস্থা এভার কেয়ার হাসপাতালে নেই জানিয়ে তিনি বলেন, এজন্যই তার (খালেদা জিয়ার) পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চেয়েছিল।
আরও পড়ুন: খালেদা জিয়া করোনা নেগেটিভ
বিএনপি মহাসচিব জানান, খালেদার জিয়ার পরিবার যখন তাকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদন করেছিল, তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সরকারের প্রাথমিক পদক্ষেপ দেখে মনে হয়েছিল, সরকার এই বিষয় নিয়ে রাজনীতি করবে না। তাই তার পরিবার এ ব্যাপারে বেশ আশাবাদী ছিল।
আরও পড়ুন: খালেদার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ড বসেছে: চিকিৎসক
মির্জা ফখরুল বলেন, সরকার আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদন নাকচ করে সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছে।
এর আগে রবিবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দেয়ার কোন সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।