বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (২৪ জুলাই) রাজধানীতে ছয় ঘণ্টার অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
সোমবার (২৪ জুলাই) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ বিরোধী দলের এক দফা দাবি মেনে নিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে এ কর্মসূচির আয়োজন করেন দলের সদস্যরা।
আরও পড়ুন: পাল্টা কর্মসূচি দিয়ে আ. লীগ দেশে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
বেলা ১১টায় প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, যৌবনে মাতৃভূমির মুক্তির জন্য লড়াই করা বীর মুক্তিযোদ্ধারা এখন খালেদা জিয়ার মুক্তি এবং এক দফা আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের পতনের দাবিতে এখানে দিনব্যাপী অনশন শুরু করেন।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও এ সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে এবং মানুষের কণ্ঠস্বরকে দমন করেছে।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘গণতন্ত্র ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। পাকিস্তানিরা আমাদের অধিকার দিতে চায়নি। সেই অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছি।’
বিকাল ৫টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মুক্তিযোদ্ধাদের অনশন ভাঙতে পানি পান করান।
এর আগে কর্মসূচিতে বক্তব্য রাখার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান ‘দখলকারী’ সরকার গণতন্ত্র ও জনগণের ভোট ও অন্যান্য অধিকার হরণ করে মুক্তিযোদ্ধাদের একটি গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নকে নস্যাৎ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা চাইনি জনগণের অধিকার ও গণতন্ত্রবিহীন এই বাংলাদেশ।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা দেশ ও জনগণের দুর্ভোগ ও উন্নয়ন নিয়ে ন্যূনতম মাথা ঘামাচ্ছেন না বলে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছেন।
এই বিএনপি নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবে মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তাদের দল বর্তমান ‘অগণতান্ত্রিক’ ও ‘অবৈধ’ সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছে।
আরও পড়ুন: সুজনের হাফিজ-বদিউলের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: ২৫০ জনের বিরুদ্ধে মামলা