তিনি বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক। কিছুদিন পরপরই বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে বলতে থাকেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুচিকিৎসার অভাব। তাদের বক্তব্যকে অসার প্রমাণ করে এর মধ্যেই দেখা যায় বেগম জিয়া সুস্থভাবে আদালতে হাজির, আগের চেয়েও পরিপাটি, চোখে সানগ্লাস।’
প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল-রিজভী সাহেবের কথা শুনে মনে হয়, তারা গোপনে ডাক্তারি পাস করে ফেলেছেন। প্রকৃতপক্ষে বেগম জিয়ার জন্য কারাগারে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স রয়েছেন। পাশাপাশি ব্রিটিশ-ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশের ইতিহাসের সব রীতিনীতি ভেঙে বেগম জিয়ার জন্য তার পছন্দের গৃহপরিচারিকা ফাতেমাকে কারাগারে তার সাথে দেয়া হয়েছে। দেয়া হয়েছে বিশেষ বিছানা, ফ্রিজ, টিভি এবং পৃথক রান্নাঘরও।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবিস্মরণীয় উন্নয়ন কারও কারও সহ্য হয় না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতারা শেখ হাসিনার তৈরি রাস্তা-ফ্লাইওভার-ওভারপাস ব্যবহার করবেন আর মুখে বলবেন দেশে উন্নয়ন হচ্ছে না। তারা পদ্মা সেতু কখনো হবে না বলেছিলেন, এখন ৭০ শতাংশ কাজ শেষ। তারা কি পদ্মা সেতু ব্যবহার করবেন না ফেরিতেই যাবেন?
চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তার ভূমিকা চিরস্মরণীয়।
জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, মৌলবাদ-জঙ্গিবাদ মুক্ত সমাজের জন্য নিজস্ব সংস্কৃতি লালন ও চর্চা আবশ্যক।
প্রখ্যাত অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্রনায়িকা রোজিনা, প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি অরুণ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফার ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।