বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, ‘গুজব সৃষ্টি করাই এখন বিএনপি নেতাদের প্রধান কাজ!’
বৈশ্বিক পরিস্থিতির কারণে চলমান সংকট মোকাবিলায় মিতব্যয়ী ব্যবস্থার মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা নিয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্যটি পোস্ট করা হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ‘যেন গুজবের অক্সিজেন নিয়েই বেঁচে আছে দলটি!’
এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের রিজার্ভ এখন ৪০ বিলিয়ন ডলারে স্থিতিশীল, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসলেন ১৬ বিলিয়ন ডলারের বেশি না রিজার্ভ।’
পোস্টে বলা হয়েছে, ‘উনি হয়তো বিএনপি আমলের দুই বিলিয়নের সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের গ্যাপ কমাতেই এমন বলেছেন। মির্জা ফখরুলরা গুজব আর মিথ্যার ওপর ভর করেই রাজনীতি করেন।’
আওয়ামী লীগ আরও বলেছে, দেশের কোন বিবেকবান নাগরিক কখনোই এসব গুজববাজদের সমর্থন করতে পারে না।
এর আগে শুক্রবার মির্জা ফখরুল বলেন, দেশে সরকারের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের বেশি নেই।
এই বিএনপি নেতা আরও বলেন, ‘এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সুতরাং এদেরকে আর কোনো সুযোগ দেয়া যাবে না, আর কোনো সময় দেয়া যাবে না। যত বেশি সময় এরা থাকবে, বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে।’
আরও পড়ুন: আগুন নিয়ে খেলবেন না, বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি