করোনাভাইরাস আতঙ্কে আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও দ্বিধায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্বাচন কমিশন বলছে চসিক নির্বাচন নির্ধারিত সময়েই হবে। করোনা পরিস্থিতির অবনতি হলে নির্বাচন পেছানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসি।
বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন করোনাভাইরাসের ভয়াবহতা, প্রতিকার এবং এ নিয়ে জনগণকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালান।
এদিকে নান্দনিক নামে নামে একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও রেজাউল করিম চৌধুরী। এসময় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিমের মুখে মাস্ক পরিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ইউএনবিকে বলেন, ‘জনগণ বাঁচলেই নির্বাচন। এখন নির্বাচনটা মুখ্য না, নিরাপত্তাটাই মুখ্য। তাই আমরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য করোনাভাইরাস বিষয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। তারই অংশ হিসেবে আজ আমরা প্রেসক্লাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম ভাইসহ আওয়ামী লীগ নেতাদের মুখে মাস্ক পরিয়েছি।’