ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে‘অশালীন মন্তব্যের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্রলীগের নারী নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে বুশরা আফরিনকে নিয়ে মির্জা ফখরুল এদেশের নারী সমাজকে অসম্মান করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে কুশপুত্তলিকা দাহের আগে মানববন্ধনে যোগ দেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা
বিক্ষোভে তারা বলেন, ডিএনসিসির প্রধান হিট অফিসারকে নিয়ে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অপ্রত্যাশিত।
তারা বলেন, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হয়না: মোমেন
মির্জা ফখরুল এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা।
পরে রাজু স্মৃতিস্তম্ভের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
এর আগে গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘তারা বিদেশ থেকে ছেলেমেয়ে এনে সিটি করপোরেশনে চাকরি দেয়। চাকরিটিকে বলে হিট অফিসার। আমরা এখন উত্তপ্ত হয়েছি... .’
আরও পড়ুন: বিএনপির ‘এক দফা’ কোনো গুরুত্ববহন করে না: তথ্যমন্ত্রী