বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (৮ জুলাই) বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অতীতে কোনো ফলাফল এনেছে বলে তিনি জানেন না।
তিনি বলেন, সরকার ‘কোনো সন্ত্রাসীর’ সঙ্গে কথা বলবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশে এই ধরনের সংলাপ হয় না এবং সেগুলোকে ‘অনর্থক’ আলোচনা হিসেবে উল্লেখ করা হয়।
মোমেন ফরেন সার্ভিস একাডেমিতে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাজনৈতিক সংলাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশিরা এসে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। ‘আমরা স্বচ্ছ থাকি। আমাদের লুকানোর কিছু নেই।’
মোমেন বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। ‘ভাল নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের ভালো রেকর্ড রয়েছে। আমরা আমাদের সেরাটা দিয়ে যাচ্ছি।’
চীন ও রাশিয়ার সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো তাদের বক্তব্য। ‘আপনারা তাদের জিজ্ঞাসা করতে পারেন।’
মোমেন বলেন, গণতন্ত্র একটি গতিশীল প্রক্রিয়া এবং অনুশীলনের মাধ্যমে তা আরও পরিণত হয়।
আরও পড়ুন: বিদেশিদের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার ‘সমাধান খোঁজার’ বিষয়ে অসন্তোষ মোমেনের
তিনি বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের একটি মডেল নির্বাচন। আমরা চাই সব দল, যারা ইচ্ছুক তারা নির্বাচনে অংশ নিক।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো ‘সন্ত্রাসী দল’ নির্বাচনে অংশ না নিলে কোনো সমস্যা নেই।
জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা ইঙ্গিত পেয়েছি কেউ কেউ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’
তবে তারা বাংলাদেশের না দেশের বাইরের সে সম্পর্কে মন্ত্রী কিছু বলেননি।
নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য কারা এমন চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনারাই ভালো জানেন। আপনারা সাংবাদিক।’
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।
আরও পড়ুন: উন্নয়ন সংস্থাগুলোর রাজনীতিতে নয়, উন্নয়নের বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে: মোমেন