বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘এদেশে যত সংস্কার হয়েছে, তা বিএনপি করেছে। বিএনপি ক্ষমতায় থেকে তত্বাবধায়ক সরকারের গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। জনগণের প্রতি বিএনপির আস্থা আছে বলেই তারা বারবার সংস্কার করতে পেরেছে। যাদের আস্থা নাই তারাই ভোটে ভয় পায়।’
রবিবার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি কনফারেন্স হলে জেলা বিএনপির পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘গত ১৭ বছর বিএনপি ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। এখন অনেকেই বলছে, শুধু ভোটের জন্যই কি (দেশের রাজনৈতিক পট) পরিবর্তন হয়েছে? আমি জানতে চাই, ভোটের জন্য না হলে কিসের জন্য পরিবর্তন হয়েছে? তাই কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন।’
তিনি বলেন, ‘অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদের জন্ম হয়। ফ্যাসিবাদ সীমান্তের ওপারেই অপেক্ষা করছে। আমরা ফ্যাসিবাদের মাথা অপসারণ করেছি, কিন্ত তাদের দোসররা এখনও রয়ে গেছে।’
আরও পড়ুন: নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি: আব্দুস সালাম
‘শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দেশটিকে হাইজ্যাক করে ফেলেছিল। ৫ আগস্টের পর দেশের মানুষের প্রত্যাশা জেগেছ, তারা আবার স্বাধীনভাবে ভোট দিতে পারবে। সেজন্যই বিএনপি নির্বাচনের জন্য বারবার বলে যাচ্ছে।’
সভায় নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদসহ দলটির সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।