ঢাকা, ০৭ অক্টোবর (ইউএনবি)- জিয়া চ্যারিটেবল মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন ১৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আদালত।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে রবিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।
খালেদা জিয়ার জামিন কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা দিতে গত ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তার আইনজীবীদের নোটিশ দেয়। আইনজীবীরা সে বিষয়ে ব্যাখ্যা দেন।
বিএনপি প্রধান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরকার গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের অধিনে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ওইদিন থেকেই তিনি পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দী হিসেবে রয়েছেন।
২০১১ সালের ৮ আগস্ট দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে জিয়া চ্যারিটেবল মামলাটি দায়ের করে।