জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারের ‘জনবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
রবিবার দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
সমাবেশ শেষে একটি মিছিল বের করবে জাপা যা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
এছাড়া মঙ্গলবার সারাদেশে দলের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়ল
শুক্রবার রাতে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪২ দশমিক ৫ শতাংশ, ৫১ দশমিক ৭ শতাংশ ও ৫১ শতাংশ বাড়িয়েছে সরকার। বর্তমানে ডিজেলের দাম প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১৩০ টাকা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে বৈঠকে জ্যৈষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।