আরও পড়ুন: পৌর নির্বাচন: পঞ্চম দফার জন্য আ’লীগের প্রার্থী চূড়ান্ত
রবিবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শহরের নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে তিনি এই অবস্থান কর্মসূচি পালন করেন। এই সময় তার সাথে ছেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু ছিলেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত
এর আগে শনিবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফলাফল বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেন ভাসানীকন্যা মাহমুদা খানম ভাসানী। মা ও ছেলে তীব্র শীত উপেক্ষা করে এক ঘণ্টা অবস্থানের পর তারা বাসায় চলে যান।
রও পড়ুন: পৌর নির্বাচন: ফেনীতে ভোটের মাঠে উৎসবের আমেজ
মাহমুদুল হক সানু বলেন, ‘নির্বাচনে কারচুপির লিখিত অভিযোগ নিয়ে টাঙ্গাইল নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। আমাকে নির্বাচনের ফলাফল সিটও দেয়া হয়নি। এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আমরা প্রাথমিকভাবে এই অবস্থান কর্মসূচি পালন করেছি। সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করব। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে।’
আরও পড়ুন: তৃতীয় পর্যায়ে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি
টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৯৬৭ ভোট। অন্যদিকে ১৯ হাজার ৬৬০ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু দ্বিতীয় হয়েছেন।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
পঞ্চম ধাপে যে ৩১ পৌরসভায় ভোট নেয়া হবে সেগুলো হলো চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলার সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শহরাস্তি এবং ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর।