বিএনপির জ্যৈষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, টিসিবির ট্রাকের সামনে লম্বা সারি দেশের মানুষের প্রকৃত অবস্থা তুলে ধরছে।
তিনি বলেন, ‘টিসিবির ট্রাক দেখে আপনারা প্রকৃত অবস্থা বুঝতে পারবেন। ওই সব ট্রাকের সামনে প্রতিদিন লম্বা সারি দেখা যায়।’
বৃহস্পতিবার এক মানবন্ধন কর্মসূচিতে বিএনপির এই নেতা বলেন, এমনকি সাংবাদিকরা পর্যন্ত মাস্ক পরে কিংবা মাফলার দিয়ে মুখ ঢেকে টিসিবির ট্রাকের আশপাশে সারিতে দাঁড়াচ্ছেন। ‘এটাই হচ্ছে বাস্তবতা।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থী নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায়ের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
আরও পড়ুন: রাজনীতিতে পরিবর্তন চায় মানুষ: জিএম কাদের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, প্রকৃত আয় কমে যাওয়ায় বেঁচে থাকার লড়াইয়ে দরিদ্র মানুষজন বাজারে গিয়ে তুলনামূলক কম দামে পণ্য কেনেন।
তিনি বলেন, ‘আমাদের একজন মন্ত্রী বলেছেন যখন তিনি আকাশ থেকে ঢাকার দিকে তাকান তখন তাঁর মনে হয় তিনি লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন এবং যখন দেশের বাথরুমে যান তখন তাঁর মনে হয় তিনি সিঙ্গাপুরে আছেন। আপনি অনুগ্রহ করে টিসিবির ট্রাকের আশপাশে যান এবং দরিদ্র মানুষের একটি বাজারে যান। তাহলে বুঝতে পারবেন যে দেশে বেঁচে থাকার জন্য মানুষ কীভাবে লড়াই করছেন। এই ধরনের নিষ্ঠুর রসিকতা বন্ধ করুন।’
বিএনপির এই নেতা বলেন, করোনাকালে বাংলাদেশে ১১ হাজারের বেশি মানুষ নতুন কোটিপতি হয়েছেন। ‘অন্যদিকে একই সময়ে দেশে ৩২ দশমিক চার মিলিয়ন মানুষ দরিদ্র হয়েছেন।’
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দিনব্যাপী কর্মসূচি বিএনপির
তিনি বলেন, ‘চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সে কারণেই আমরা এর প্রতিবাদে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালানোর জন্য সব রাজনৈতিক দল, পেশাজীবী ও অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।