ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিতরণ শুরু করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমাদের সাত দফা দাবি মানা হয়নি, তারপরও আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিয়ম-নীতি অনুসারে মনোনয়ন বিতরণ শুরু করেছি। আশা করছি এখানে বয়স কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না।’
খুব শিগগিরই প্যানেল ঘোষণা করে হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করব, যোগ করেন ছাত্রদলের এ নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত তফসিল অনুসারে, প্রায় ২৮ বছর পর আগামী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।